শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মহিলা মাদরাসা শিক্ষাধারার প্রবর্তক সৈয়দ আব্দুল মালেক হালিমী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আনোয়ারা আল জামিয়া আরবিয়া হাইলধর বালক-বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সৈয়দ আব্দুল মালেক হালিমী অসুস্থ হয়ে কসমোপলিটান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার নাতী রাশেদ মুহাম্মদ জিয়া।

প্রথিতযশা এ আলিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। দুই পা ভাঙ্গলে তাকে কসমোপলিটান হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের অপারেশন করা হয়। বর্তমানে তিনি বিজ্ঞ সার্জনের পরামর্শক্রমে নীবিঁড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন।

ব্যক্তি জীবনে তিনি একজন সফল স্বপ্নদ্রষ্টা। ৭০'র দশকে নারীদের জন্য ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার লক্ষে ৭ দফা শিক্ষানীতির ভিত্তিতে স্বতন্ত্র মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই মহিলা মাদরাসা প্রবর্তক।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকে একাধিক দায়িত্ব পালন করে বর্তমানে সহ সভাপতি হিসেবে আছেন। এছাড়া উপমহাদেশের প্রাচীন সংগঠন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সাবেক আমীর ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ