শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


উল্লাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হবেন কামাল লোহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কামাল লোহানীর জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা। সেখানেই শেষ নিদ্রায় শায়িত হবেন দেশের এই প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আজ শনিবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে বাবার জন্মস্থান। সেখানে বাবাকে দাফন করা করা হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল। গত ১৮ জুন তার করোনা পজেটিভ আসে। গত ১৮ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ