বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রামপুরার জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলূম মাদরাসায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার রামপুরার জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলূম মাদরাসায় ভর্তি চলছে। নতুন ও পুরাতন শিক্ষার্থীরা অনলাইনে বা মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি হতে পারবে।

যেসব বিভাবে ভর্তি হওয়া যাবে: ১. মক্তব, ২. হিফজ, ৩. ইবতেদায়ী-তাকমিল, ৪. ইফতা।

ভর্তি ফরম: ১০০ টাকা, কিতাব বিভাগে ভর্তি ফি: ১৪০০ টাকা, মক্তব ও হিফজ বিভাগে ভর্তি ফি: ২০০০ টাকা। পানি বিদুৎ বিল প্রতি মাসে ২০০ টাকা। টাকা পাঠানোর নাম্বার: মাওলানা হুসাইন আহমদ ০১৯৩৭৯৪৫৮৯৯।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি কাযক্রম চলবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ: মাওলানা জামীল আহমাদ ০১৭২১৯৪০৯৪৮। মাওলানা আবুল খায়ের ০১৭২৮৭৭৭০৭৭। মাওলানা কবীর হুসাইন ০১৮১৯৪০০৫৪৭।

মাদরাসার বৈশিষ্ট: নিজস্ব ভবনে, উন্নত পরিবেশে মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। যত্নের সাথে শিক্ষার্থীদের পাঠ দান করা হয়। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের আমল-আখলাকের প্রতিও গুরুত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, নন্দিত ওয়ায়েজ, মুফাসসিরে কুরআন মাওলানা ইয়াহইয়া মাহমূদ (০১৮১৯২১৯৩৭৪) এই মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীস। মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, স্বপ্নচারী ও গুনবিচারী লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ