বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পের হাতে বাইবেল, চার্চে গিয়ে প্রার্থনা করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে অ্যামেরিকাজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার হোয়াইট হাউজের সামনে প্রতিবাদকারীদের অবস্থানের মধ্যেই চার্চে গিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের কাছে মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সামনে বিক্ষোভকারীরা হাঁটু গেড়ে বিক্ষোভ জানান। হোয়াইট হাউজ থেকে চার্চে যাওয়ার পথে বাইবেলকে তুলে ধরেন ট্রাম্প।

লাফায়েত্তে পার্কের দুইপাশে দাঙ্গা পুলিশ দাঁড়িয়ে এর মাঝখান দিয়ে হোয়াইট হাউজ থেকে হেঁটে সেন্ট জন্স চার্চে যান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় থেকে প্রেসিডেন্টকে রক্ষা করতেই এ ব্যবস্থা করা হয়।

ট্রাম্পের যাত্রাপথে যাতে কোনও বাধার সৃষ্টি না হয় সেজন্য পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনরত বিক্ষোভকারীদের আগেই হঠিয়ে দেয়।

এসময় বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্পের চার্চে যাওয়ার সময়টাতে হোয়াইট হাউজের আশে পাশে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ