বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে অনলাইনে ভর্তি শুরু কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে বন্ধ দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে শুরু হতে যাচ্ছে কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ। আগামীকাল থেকে ঢাকার উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে অনলাইনের মাধ্যেমে ভর্তি শুরু হতে যাচ্ছে।

যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত করতে ইচ্ছুক তারা নিম্ন বিষয়গুলো দরখাস্তে অবশ্যই উল্লেখ করতে হবে: ১. যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। ২. বিগত তিন বছর যেসব প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন তা উল্লেখ করতে হবে।

৩. বিগত বছরের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল এবং তার আগের বছরের বাৎসরিক পরীক্ষার ফলাফল উল্লেখ করতে হবে। ৪. আপনার তা'লিমী বা ইসলাহী মুরুব্বী থাকলে, তার নাম ও পরিচয় উল্লেখ করতে হবে।

৫. ইমু, হোয়াটসঅ্যাপ বা মেইল থাকলে তা দরখাস্তে পেশ করতে হবে এবং দরখাস্ত গ্রহীত হলে তার জানিয়ে দেয়া হবে। সেপর্যন্ত অপেক্ষা করুন।

৬. দরখাস্তটি মুদিরে মারকাযের বরাবরে লিখে নিম্নোক্ত মেইলে কিংবা ইমুর মাধ্যমে প্রেরণ করুন। মেইল ঠিকানা: muftimizan@gmail.com। ইমু নাম্বার: 01748021773, 01841539973।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ