fbpx
           
       
           
       
শিরোনাম :
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক কর্মচারী করোনায় আক্রান্ত
মে ২৯, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় শাপলু মোহর (৩২) করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন।

বৃহস্পতিবার তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

জানা যায়, গত ২০ মে তার সাধারণ সর্দি, কাশি দেখা দিলে তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় এবং ওই দিন তার নমুনা সিভিল সার্জন বান্দরবান পার্বত্য জেলা হয়ে আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি কক্সবাজার মেডিকেল কলেজ এ পাঠানো হয়। এবং ২৮ মে তার নমুনায় করোনা পজেটিভ হয়।

এদিকে উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মুদুল হক গত ২৭ মে সুস্থ হয়ে হাসপাতালে নিজ কর্মস্থলে ফিরেছেন। তাকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী।

-এএ

সর্বশেষ সব সংবাদ