শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দেশে একদিনে মৃত্যু ১৫, আক্রান্ত রেকর্ড ২০২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ২৯ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আর নতুন আরও ৫০০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।

দেশে এর আগে চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্ত ছিল ১ হাজার ৯৭৫ জন, ২৫ মে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে, ২৮ জন।

চব্বিশ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৭৯ শতাংশ; সুস্থতার হার ২০.৮৯ শতাংশ; মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৫ জনের ১১ জন পুরুষ; চারজন নারী। তারা সবাই ঢাকা বিভাগের ৭ জন (ঢাকা শহরের ৬ জন) ও চট্টগ্রাম বিভাগের ৮ জন।

তাদের বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ