শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ডিএনসিসির যেসব জায়গায় ডেঙ্গু পরীক্ষা ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো দেশ। এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই নাগরিকদের কথা বিবেচনা করে নিয়মিত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ফল জানা যাচ্ছে।

গত ১১ মে থেকে ডিএনসিসির মোট ২৭টি নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে এই পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্র। এগুলোতে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।

তথ্যটি নিশ্চিত করে ডিএনসিসি প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, এখানে এনএস-১, আইজিজি ও আইজিএম এই তিনটি পরীক্ষা বিনামূল্যে করা হয়।

যে ২৭টি কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে সেগুলো হলো- অঞ্চল-১ (উত্তরা)

নগর মাতৃসদন: বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-১: বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন।
নগর স্বাস্থ্য কেন্দ্র-২: কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন।

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫: ১৩৪/৪ কাজী বাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬: বাড়ি ৩২৫ আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি।

অঞ্চল-২ (মিরপুর-২)

নগর মাতৃসদন: জে-২/এ বর্ধিত পল্লবী, মিরপুর।
নগর স্বাস্থ্য কেন্দ্র-১: বাড়ি-ডি/৩, সেকশন-৭, আরামবাগ (আ/এ), মিরপুর (মিল্কভিটার পাশে)।
নগর স্বাস্থ্যকেন্দ্র-২: জে-২/এ বর্ধিত পল্লবী, মিরপুর।

নগর স্বাস্থ্যকেন্দ্র-৩: বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৪: ব্লক-এফ, রোড-৩, সেকশন-১, মিরপুর।

অঞ্চল-৩ (গুলশান)

নগর মাতৃসদন: নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার।
নগর স্বাস্থ্যকেন্দ্র-২: ৫৯৯ বড় মগবাজার।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৩: ৫৯৪ মধুবাগ, মগবাজার।

নগর স্বাস্থ্যকেন্দ্র-৪: মহাখালী গ/১৬/এ, আমতলা।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৫: ১৭১ উত্তর বাড্ডা।

অঞ্চল-৪ (মিরপুর-১০)

নগর মাতৃসদন: ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১।
নগর স্বাস্থ্যকেন্দ্র-১: নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১।
নগর স্বাস্থ্যকেন্দ্র-২: বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর।

নগর স্বাস্থ্যকেন্দ্র-৩: ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৫: ৩৮৬ মুন্সি বাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার)

নগর মাতৃসদন: ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৩: ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৬: পাল সমিতি, রায়েরবাজার।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৭: ৬৪ পশ্চিম আগারগাঁও।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ