শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে তার স্ত্রী টেনিরও কোভিড-১৯ পজিটিভ এসেছে, যিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

গতকাল দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, শুধু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীই নন, কার্যালয়ের আরো বেশ কিছু সদস্যের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তার মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষীও আছেন।

এই ঘটনার পর ভাইস প্রেসিডেন্টের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে এক ভিডিও বার্তায় রিয়েক মাশার জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর থেকে আমি ১৪ দিনের আইসোলেশনে আছি। আমার স্ত্রীও আলাদা হয়ে আইসোলেশনে আছেন। কার্যালয়ের অন্য যেসব কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদেরকে খুঁজে বের করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। মারা গেছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। দেশটিতে প্রথমবারের মতো কোভিড-১৯ শনাক্ত হয়েছিল গত এপ্রিল মাসের ৬ তারিখে। প্রথম মৃত্যু এপ্রিলের ১৫ তারিখে।

-এটি


সম্পর্কিত খবর