শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


এবার রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থীকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পের ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই দুই জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, আক্রান্ত দুই জনের সংস্পর্শে এসেছিলেন এমন আরো ৬ জনকে আলাদা করে রাখা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজনকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যজনকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

ডা. তোয়াহা ভুঁইয়া বলছেন, ১ হাজার ৯০০ শরণার্থীকে আলাদা করা হয়েছে বলে এর আগে যে খবর বেরিয়েছিল তা সঠিক নয়। বরং ১ হাজার ৯০০ জনকে আইসোলেশনে রাখার মতো ১২টি সেন্টার প্রস্তুত রাখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ