শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অধ্যাপক মুনতাসীর মামুনকে নেয়া হচ্ছে সিএমএইচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তিনি ভালো আছেন, স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক কমিটির সদস্য সচিব ও ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান।

ডা. মাহবুবুর রহমান বলেন, তিনি এমনিতে ভালো আছেন, স্থিতিশীল আছেন, তবে কাশিটা একটু বেড়েছে। উনি যে খারাপ আছেন তা নয়, কিন্তু কোভিড আক্রান্ত রোগীর অবস্থা যে কোনও সময় ভালো হতে পারে আবার খারাপ হতে পারে।

গত ৩ মে অধ্যাপক মুনতাসীর মামুনকে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরদিন তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে, সেদিনই তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। তবে অবস্থার উন্নতি হওয়াতে তাকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ