শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এবার খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হলো।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশব্যাপী চলমান সংকট মোকাবেলায় জনগণের স্বার্থে এ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই সময়ের মধ্যে ক্রেতারা প্রয়োজনীয় দ্রবাদি দোকান থেকে কিনতে পারবেন।

এ ছাড়া স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

এর আগে করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সর্বশেষ ঘোষণায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ