শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


হঠাৎ উহানে মৃতের সংখ্যা ১৩০০ বাড়াল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:উহানে নভেল করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের তথ্য লুকিয়ে আসছিল চীন, এমন অভিযোগ ছিল দেশটির বিরুদ্ধে।

সপ্তাহ খানিক আগে লকডাউন তুলে নেয়ার পর স্থানীয়রাও এ নিয়ে বিতর্ক তোলে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন শহরটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা সংশোধন করল।

ডিসেম্বরের মাঝামাঝি হুবেই প্রদেশের শহরটিতে করোনার উৎপত্তি হয়। কর্তৃপক্ষ জানায়, উহানে আসলে মারা গেছে ৩ হাজার ৮৬৯ জন। এর আগে বলা হয়েছিল, সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ৫৭৯। এতে আরও এক হাজার ২৯৩ জন মৃতের সংখ্যা যোগ হলো। ফলে সংশোধিত হিসাবে মৃতের সংখ্যা বাড়ল ৫০ শতাংশ।

এদিকে আক্রান্তের সংখ্যাও সংশোধন করেছে কর্তৃপক্ষ। মোট আক্রান্ত ৩২৫ বাড়িয়ে ৫০ হাজার ৩৩৩ জনের কথা জানানো হয়েছে।

ইতিহাস ও ভুক্তভোগীদের প্রতি আমাদের জবাবদিহি নিশ্চিত করতে এই তথ্য সংশোধন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মাধ্যমে তথ্য ও উপাত্তের নির্ভুলতার বিষয়েও স্বচ্ছতা প্রকাশ করা হয়েছে।

সরকারের বহু সংস্থা ও প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার ফলেই এ সংশোধিত সংখ্যাটি পাওয়া গেছে বলে তারা উহান প্রশাসন জানায়।

শহরটির নতুন তথ্য যুক্ত হওয়ায় চীনে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়াল। দেশটিতে মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৫৩ জনে। সূত্র: বিবিসি, সিএনএন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ