বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, যেকোনো ঝুঁকি এড়াতে নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন দলে মহাসচিব। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠানো হয় বলে জাানান তিনি।

চিঠিতে ফখরুল বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়া হোক।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরান ও ভারতসহ বিশ্বের অনেক দেশেই অপরাধের মাত্রা বিবেচনা করে বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা, ধর্ষণ ও এসিড মামলার আসামি ছাড়া ছোট-খাট অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এবং যাদের সাজার মেয়াদ শেষের পথে- এ ধরনের বন্দিদের মুক্তি দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে একটি নীতিমালা তৈরির নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ