বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস দুর্ঘটনা থেকে বাঁচতে যে দোয়া ও আমল করতেন হযরত উসমান রা. ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

নতুন আক্রান্তদের ৬২ জন ঢাকার, নারায়ণগঞ্জের ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। চব্বিশ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ৬২ জনই রাজধানীর বাসিন্দা।

আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসের দেশের আরেক হটস্পট নারায়ণগঞ্জেও। ঢাকার পার্শ্ববর্তী জেলাটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১৩ জন। নতুন আক্রান্ত বাকি ৩৭ জন অন্যান্য জেলার। চব্বিশ ঘণ্টায় করোনায় একজন মৃতও ঢাকার বাসিন্দা। তিনি ষাটোর্ধ্ব পুরুষ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নতুন আক্রান্ত ১১২ জন নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন; এর মধ্যে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।

নতুন আক্রান্তদের বয়সের দিক তুলে ধরে আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দশ বছরের নিচে আছে ৩ জন, ১১-২০ বছরের মধ্যে ৯ জন, ২১-৩০ এর মধ্যে ২৫ জন, ৩০-৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪০-৫০ এর মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২৩ এবং ষাটোর্ধ্ব ১১ জন।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সামিয়া তাহমিনা। ২৪ ঘণ্টায় মোট ১০৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ঢাকায় ৬১৮টি; ঢাকার বাইরের সেন্টারগুলোতে নমুনা পরীক্ষা হয়েছে ৪৭৯টি। মোট নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ১০৯টি বেশি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ