শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনায় ১ কোটি ২০ লাখ পরিবারকে নগত টাকা দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবিলায় নিম্ন আয়ের মানুষদের সরাসরি অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হবে।

আলজাজিরা জানায়, তিন কোটি ৫০ লাখ মানুষ এই অর্থ সহায়তার জন্য রেজিস্ট্রেশন করেন। তবে আবেদন যাচাই বাছাই শেষে এক কোটি ২০ লাখ মানুষকে এই সহায়তা দেয়া হচ্ছে।

দেশটির শীর্ষ কর্মকর্তা সানিয়া নিশতার জানান, এক কোটি ২০ লাখ মানুষকে ১২০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার টাকা) করে দেয়া হবে। পরিবার প্রতি একজন এই অর্থ সহায়তা পাবে।

এদিকে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১৩ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬২ জন।

গত শুক্রবার করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ২০ হাজার কোটি রুপি দেয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনায় আক্রান্তদের জন্য একটি ফান্ড গঠনেরও নির্দেশনা দিয়েছিলেন তিনি।

ইমরান খানের অর্থ উপদেষ্টা হাফিজ শেখ জানান, লকডাউন চলার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। দিনমজুররা চরম অভাবে দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি রুপির একটি ফান্ড গঠনের নির্দেশনা দিয়েছেন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ