বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


করোনায় আক্রান্ত বিএসএমএমইউর এক চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে কর্মরত আছেন। এই ঘটনায় ওই ভবনের ৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আক্রান্ত চিকিৎসককে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

জানা যায়, বিএসএমএমইউতে চিকিৎসা দেয়ার পাশাপাশি ওই চিকিৎসক রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতেন। বসবাস করতেন শাহবাগের হাবিবুল্লাহ রোডে।

বিএসএমএমইউর উপাচার্য বলেন, ওই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ার পর আমি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, যারাই তার সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠাতে। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আমরা আরো কঠোর পদক্ষেপ নেব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ