শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইতালিফেরত ২১০ জনের দেহে করোনার উপসর্গ মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা মোট ২১০ জনের কারও দেহে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। গত শনিবার মধ্যরাতে ও রোববার সকালে ইতালিফেরত ২১০ জনের দিনভর জ্বর মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গতকাল রোববার রাত সাড়ে ৯টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যেহেতু স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারও দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ দেখা যায়নি তাই তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং বাড়িতে ১৪দিন তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসন তদারকি করবে।’

তবে কখন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশ এ ভাইরাসে ৫ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে তিনজন সুস্থ হয়েছে বাকি দু’জন চিকিৎসাধীন আছেন। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন জেলায় কয়েকশ’ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ