বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল কাপড়ের দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর থেকে>

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পৌর শহরের পশ্চিমগলিতে (কাপড় মহলে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

হাসান বস্ত্রালয়, বাহার গার্মেন্টস, আদর্শ বস্ত্রালয়, অপূর্ব ফ্যাশন, লাকী গার্মেন্টস, সৌখিন বস্ত্রালয়সহ বেশ কয়েকটি কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় থেকে ৬ থেকে ৭ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, আগুনের খবর পেয়ে প্রথমে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় কলমাকান্দা/নেত্রকোণার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মনির হোসাইন মানিক আওয়ার ইসলামকে জানান, তিনি (আনুমানিক) রাত ১২টা ১০ মিনিটে বাচ্চার জন্য দুধ কিনতে বাজারে আসেন। এর কিছুক্ষণ পরে আগুন লাগার খবর পান। উপস্থিত সবাই দোকানের সাটার খুলে মালামাল উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত বাড়তে থাকলে তারা দূরে সরে আসতে বাধ্য হয়। পরে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগুনটির সূত্রপাত বিদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ