বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ১৮নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। এ সময় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কোনো রোহিঙ্গা এবং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি।

মন্ত্রী ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক, সেবা নিতে আসা রোগীদের নিকট থেকে চিকিৎসার মান যাচাই করেন।

এ সময় ঢাকাস্থ মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরহাদ বিন আবু হাসান, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জসহ (সিআইসি) অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে বাংলাদশে আসেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ