শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জার্মানির তিনটি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি, এলাকা জুড়ে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোনো সময় এসব জায়গায় বোমাবিস্ফোরণ ঘটতে পারে- অজ্ঞাত স্থান থেকে এই হুমকি আসার পরে খুব শিগগির জার্মানির তিনটি মসজিদ থেকে মুসল্লিদের বের করে দিয়েছে দেশটির পুলিশ।

আজ বৃহস্পতিবার রেডিও জার্মান জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় রাইন-ওয়েস্টফালিয়া এলাকার তিনটি মসজিদের ব্যাপারে অজ্ঞাত স্থান থেকে বোমাবিস্ফোরণের এই হুমকি আসার পরে সেগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়।

আরবি গণমাধ্যম আল ইয়ুমের এক প্রতিবেদনে জানানো হয়, হুমকির প্রেক্ষিতে শুধুমাত্র মসজিদই নয়; আশপাশের ভবন ও সড়কগুলো থেকেও মানুষদের সরিয়ে দেয়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালদিকে। পুলিশ জানায়, এর আগে ডানপন্থী একটি উগ্রবাদী দল মসজিদে হামলা চালানোয় একটি ভীতি তৈরি হয়েছিল। এজন্য হুমকির পরে সতর্কতামূলক সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

পুলিশের বিশেষ একটি টিম ঘটনাটিকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন। জানিয়েছেন, খুব শিগগির তারা হুমকির বিষয়টির তদন্ত করবে।

আল ইয়ুম আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ