শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়তে আপ্রাণ চেষ্টা করবো: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন,  ঢাকা ঐতিহাসিক নগরী। আমাদের জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে ঢাকার ঐতিহাসিক ভূমিকা রয়েছে।  কিন্তু নানা দূষণে ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

আজ ৩০ ডিসেম্বর  (সোমবার) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এতে নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সম্প্রতি বিআইডিএসের তথ্য মতে, ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে এবং ৬৮ শতাংশ মানুষ কোন না কোন শারীরিক সমস্যায় আক্রান্ত। এ ভয়াবহ অবস্থায় আমরা নির্বাচিত হলে সততার সাথে জনকল্যাণে নিবেদিত হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়তে আপ্রাণ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ