শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিশ্বময় ছড়িয়ে দিতে হবে কুরআনী চেতনা: মুফতি আমীন পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ ।।

“কুরআনের ছায়ায় সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআনের প্রতি বিশ্বাস, বিশুদ্ধভাবে কুররআন তিলাওয়াত, কুরআনের অর্থ উপলব্দি করা, কুরআনী জীবন গঠন করা এবং বিশ্বময় কুরআনী চেতনা ছড়িয়ে কুরআনময় পৃথিবী করা আমাদের দায়িত্ব৷ কুরআন ইজ্জত-সম্মান ও উন্নতি অগ্রগতির গ্যারেন্টি দেয়।”

গতকাল জামিয়া কাসেমিয়া মোনেনশাহীতে উলামা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও একাধিক বইয়ের লেখক মুফতি মুহাম্মদ আমীন পালনপুরী এসব কথা বলেন।

মুফতি আমীন পালনপুরী বলেন, নবিজীর প্রতি আমাদের ঈমান ও বিশ্বাস স্থাপন করতে হবে, রাসুলকে মানতে হবে খাতামুন নাবিয়িন হিসেবে এবং নবিজীর ভালোবাসায় সুন্নাহর আলোকে সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআন ও সুন্নাহর আলোকে গড়তে হবে আমাদের জীবন৷ সুন্নাহর ছায়ায় কাটাতে হবে মুসলিমের জীবন৷

তিনি আলোচনা শেষে জামেয়া কাসেমিয়া পরিদর্শন করেন। জামেয়ার পড়ালেখার মান, ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্বমানের একটি জামেয়া (বিশ্ববিদ্যালয়) এর জন্য দুয়া করেন৷

জামেয়া কাসেমিয়ার ব্যবস্থাপনায় উলামা সম্মলেন আরও আলোচনা করেন, দেশের প্রবীণ আলেম মাওলানা ওমর ফারুক সন্দিপী, জামিয়া ইসলামিয়া সেহরা ময়মনসিংহের মুহতামিম শাইখুল হাদীস মাওলানা আনওয়ারুল হক, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম ময়মনসিংহের শাইখুল হাদীস মুফতী আহমদ আলী, ইবনে খালদুন ইনস্টিটিউটের পরিচালক লাবীব আব্দুল্লাহ প্রমুখ৷

জামেয়া কাসেমিয়ার মোমেনশাহীর মুদীর মাওলানা নূর আহমদ কাসেম বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত মেহমান ওলামায়ে কেরামের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জামেয়া কাসেমিয়া মোমেনশাহীর উন্নতি অগ্রগতির জন্য দুআ কামনা করেন৷

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ