শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


কারাগারেই পুরো কুরআন মুখস্থ করলেন মাদক পাচারকারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তুরস্কের এক প্রাক্তন মাদক ব্যবসায়ী কারাগারেই সম্পূর্ণ কুরআন হিফয (মুখস্থ) করেছেন। তার নাম আবদুল কাদের জিলানি। পুরো কুরআন হিফয করতে তার সময় লেগেছে মাত্র ১৫ মাস।

তুরস্কের কোনিয়া কারাগারে বন্দি আব্দুল কাদের গিলানি নিজে কুরআন মুখস্থ করেই থেমে থাকেন নি। তিনি কারাগারে বন্দি আরও ১৩ জন কয়েদিকে কুরআন হেফজ করার পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দিয়েছন। যাতে কারাগারে কুরআন হেফজের এ পদ্ধতি চালু থাকে।

আবদুল কাদের জিলানি বলেন, ‘আমাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পরই আমার মনে হয় যে, এ রায়ের মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। আমি কখনও চিন্তাও করিনি যে, একদিন আমি পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হব।’

‘আদালত যেদিন আমার অপরাধের রায় ঘোষণা দেয়, সেদিনই আমি সিদ্ধান্ত গ্রহণ করি কুরআন মুখস্থ করার। এ সিদ্ধান্তকে সফল করতেই আমি কারাকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে পবিত্র কুরআন মুখস্থ করতে পুরোপুরি সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ও আমার ঐকান্তিক ইচ্ছায় পুরো কুরআন মুখস্থ করার স্বপ্ন পূরণ হয়েছে।’ যোগ করেন জিলানি।

সূত্র: ইয়েনি সাফাক

আরএম/


সম্পর্কিত খবর