শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

মাওলানা ফজলুর রহমানকে নওয়াজ শরীফের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, পিএমএল-এন এর প্রধান শাহবাজ শরীফ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে কারাগারে সাক্ষাত করেছেন, এ সময় শাহবাজ শরীফ আগামী ২৭ অক্টোবর সরকার বিরোধী বিক্ষোভের কথা জানান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, দলীয় সূত্র মতে শাহবাজ শরীফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারের সাথে বৈঠক সম্পর্কে নওয়াজ শরীফকে বিস্তারিত ব্রিফ করেন।

বৈঠকে নওয়াজ শরীফ জামিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে বার্তা দেন।

শাহবাজ শরীফ বলেন, আমার বার্তা জেআইআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানকে দেওয়া দিবেন। তিনি যেনো সরকার বিরোধী আন্দোলনে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেন, মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন করেছে। সরকার জনগণকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।

নওয়াজ শরীফ পজিশন ফর ইন্ডিপেন্ডেন্স মার্চের অল পার্টিস কনফারেন্সের (এপিসি) আহ্বানকে সমর্থন করেন। নির্দেশ দিয়েছেন তার দলের সবাই যেনো মাওলানা ফজলুর রহমানের সরকার হটাও আন্দোলনে অংশ নেন।

নওয়াজ শরীফ শাহবাজ শরীফকে আরো বলেন, পিপিপিরও স্বাধীনতার পদযাত্রায় অংশ নেওয়া উচিত, আমার বার্তাটি বিলওয়াল ভুট্টো জারদারিকে দিয়ে দিবেন।

দলীয় সূত্র মতে আরো জানা যায়, শাহবাজ শরীফ সরকার হটাও আন্দোলনে তার দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার স্বাস্থ্য বেশি ভালো না। ডাক্তার আমাকে আন্দোলনে যেতে নিষেধ করেছেন। আমি যেতে না পারলেও আমার দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ