শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৮ দিন পর পৃথিবীতে অবতরণ করলেন আরব আমিরাতের মুসলিম নভোচারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজজা আল মানসুরি আট দিনের যাত্রা শেষে পৃথিবীতে অবতরণ করেন। তাকে আমিরাতের নেতারা স্বাগত জানাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উপস্থিত হোন।

খালিজ টাইমসের বরাতে জানা যায়, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজজা আল মানসুরি পৃথিবীতে অবতরণের পরে তাদেরকে স্বাগত জানায়।

তারা হাজ্জার ঐতিহাসিক এ ভ্রমণ শেষে প্রত্যাবর্তনের বিশেষ মূহুর্তে তাদের নিরাপদে ফিরে আসার জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেন।

https://twitter.com/MohamedBinZayed/status/1179730234322702336?s=20

 

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সহ-রাষ্ট্রপতি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী নভোচারীদের জন্য একটি স্বাগত বার্তাও টুইট করেছেন।

https://twitter.com/wamnews/status/1179732847126560776?s=20

চার জনের বাবা এবং প্রাক্তন মিলিটারি ফাইটার জেট বিমানের পাইলট আল মানসুরি ২৫ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৪৫ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) বাইক নুর কসমোড্রোমের মাধ্যমে রওনা হয়েছিলেন মহাকাশ যাত্রায়।

খালিজ টাইমস অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ