বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

রোহিঙ্গা পালানো ঠেকাতে আশ্রয়শিবিরে কাঁটাতারের বেড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবিকার তাগিদে রোহিঙ্গারা পাড়ি জমাচ্ছে মালয়েশিয়া। পালিয়ে যাচ্ছে ক্যাম্প ছেড়ে। এ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পালানো ঠেকাতে কক্সবাজার আশ্রয়শিবিরে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়ার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে নিরাপত্তা কঠোর করতে ক্যাম্পের ভেতরে ও বাইরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলাবাহিনীর টহল বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া থেকে ৮৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড। এভাবে গত ছয় মাসে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুশ'রও বেশি রোহিঙ্গা আটক হয়েছে।

এছাড়া গত দেড় বছরে দেশের বিভিন্ন জায়গা থেকে ৫৮ হাজারের বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে আশ্রয় শিবিরে ফেরত পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ৫৩৬ দালালকে। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির ছেড়ে এভাবে রোহিঙ্গাদের পালানোর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে আছে ১১ লাখ রোহিঙ্গা। এসব ক্যাম্পে নেই কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর। সন্ধ্যার পরে ক্যাম্পের বাইরে না আসার নিয়ম থাকলেও মানছে না রোহিঙ্গারা। এ কারণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িয়ে পড়া ঠেকাতেও নজর দিচ্ছে সরকার।

রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট নিতে না পারে, সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ