মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

সৌদি বাদশার জরুরি বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মে সৌদি আরবের মক্কায় দেশটির বাদশা সালমান আরব নেতাদের যে বৈঠক আহ্বান করেছেন তাতে কাতারকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছে দেশটি।

আজ সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ অভিযোগের কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে পার্সটুডেসহ কয়েকটি পত্রিকা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, মক্কায় ৩০ মে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য কাতারের কাছে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি।

উল্লেখ্য, গতকাল রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, বাদশা সালমান বিন আব্দুল আজিজ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে নাশকতা এবং সৌদি আরবের তেলের পাইপ লাইনের পাম্পিং স্টেশনে ড্রোন হামলার প্রেক্ষাপটে এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ওইসব ঘটনায় বাদশা সালমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের হামলার পরিণতির বিষয়ে দুই শীর্ষ বৈঠকে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ