মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


মধ্যপ্রাচ্য ‘সঙ্কটে’ ঐক্যের ডাক দিল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে সঙ্কটপূর্ণ সময়ে পারস্য উপসাগরীয় এলাকায় আরবদের মধ্যে ঐক্যের ডাক দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে দেশটির উপকূলীয় এলাকায় তেলের ট্যাংকারে হামলার ঘটনায় রোববার এ ঐক্যের আহ্বান জানান।

ইয়েনি শাফাকের বরাতে জানা যায়। সংযুক্তর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলের ট্যাংকার হামলার ঘটনায় সৌদি আরবের বাদশা সালমানের জরুরি বৈঠকের আহ্বানকে স্বাগত জানিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ও আমিরাতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে এবং আরব নেতাদের সঙ্গে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন সৌদি বাদশাহ সালমান।পবিত্র নগরী মক্কাতে আগামী ৩০ মে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।

আরব আমিরাতের উপকূলে গত শনিবার চারটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর দুদিন পরই সৌদির রাজধানীর রিয়াদের কাছে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়।

এসব হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করছে সৌদি আরব ও তার মিত্ররা। এ কারণে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ওঠেপড়ে লেগেছে সৌদি আরব।

সূত্র: ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ