শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


এবার তিহার জেলে রোজা পালনকারী হিন্দুদের সংখ্যা তিনগুণ বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরও পবিত্র রমজান মাসে রোজা রেখেছিলেন ভারতের তিহার কারাগারের হিন্দু বন্দিরা। সেবার রোজা রেখেছিলেন ৫৯ জন। আর এবার রোজা রাখছেন ১৫০ জন বন্দি। জেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, তিহার জেলে সব মিলিয়ে ১৬ হাজার ৬৬৫ জন বন্দি আছে। এর মধ্যে হিন্দু-মুসলিম মিলিয়ে ২ হাজার ৬৫৮ জন রোজা রেখেছেন। গত বছর ৫৯ জন হিন্দু বন্দি রোজা রেখেছিল। এবার সে সংখ্যা তিনগুণ বেড়েছে।

সাইসাত ডটকমের খবর বলছে, রমজান মাসের শুরুতেই হিন্দু বন্দিরা জেল সুপারদের জানিয়েছিল, তারাও মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রাখবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, রোজায় বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয় তাদের পক্ষ থেকে। জেলের ক্যান্টিন থেকে সস্তায় খেজুর, রুহ আফজা শরবত কিনতে পারেন বন্দিরা।

চলতি বছরে রমজানে বিশেষ ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। রোজা ভাঙার সময় প্রার্থনার জন্য ইমামদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিহার জেলের অফিসাররা জানান, হিন্দু বন্দিরা তাদের মুসলিম সহবন্দিদের প্রতি বন্ধুত্বতা ও সম্প্রতির বার্তা দিতে রোজা রাখে।

কেপি


সম্পর্কিত খবর