বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
খাদেম-ক্লিনার ও শিক্ষক নিয়োগ দেবে ‘গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট’ স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না: র‍্যাব মহাপরিচালক  মার্চে ৫৫২ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৫, আহত ১২২৮ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের তেজগাঁও আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল   ইরানের হামলার জন্য নেতানিয়াহুই দায়ী: এরদোগান ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪, ট্রাকচালক আটক ইসরায়েলে হামলার বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী ইরান-ই’সরায়েল যুদ্ধের পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

'জঙ্গি লক্ষণ' বলে প্রচারিত বিজ্ঞাপনটি আমাদের নয়: পীযূষ বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত জঙ্গি সনাক্তকরণ সংক্রান্ত বিজ্ঞাপনটির সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’- এর কোন সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

আজ (১৬ মে) গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বাবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ড. মামুন আল মাহতাব-এর পক্ষ থেকে এ দাবি করা হয়।

এছাড়াও আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস 'গাহি সাম্যের গান' স্লোগানে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনেও এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে, ২০১৯ তারিখে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় জঙ্গি সনাক্তকরণ সম্পর্কিত একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। বিজ্ঞাপনের নীচে লেখা ছিল ‘প্রচারে সম্প্রীতি বাংলাদেশ। এই বিজ্ঞাপনটি প্রচারের সঙ্গে কোন পর্যায়েই আমাদের সংগঠন সম্প্রীতি বাংলাদেশ’ এর কোন সংশ্লিষ্টতা নেই।

No photo description available.

বিজ্ঞপ্তিতে আরও বলা হয, ‘সম্প্রীতি বাংলাদেশ’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত এবং অনাকাক্ষিত।

উল্লেখ্য, দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরা ‘জঙ্গি লক্ষণ’ বলে প্রচারিত ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপরই বিভিন্ন ইসলামী সংগঠন তাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানায়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ