শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


যুক্তরাষ্ট্রে ১৩৬ যাত্রী নিয়ে উড়োজাহাজ নদীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ‘বোয়িং ৭৩৭’ উড়োজাহাজ রানওয়ে ছেড়ে নদীতে গিয়ে পড়েছে। উড়োজাহাজে ১৩৬ জন যাত্রী ছিলেন। বিমানটি কিউবার গুয়ানতানামো বে থেকে এসে রানওয়ের শেষ প্রান্তে অবস্থিত সেন্ট জোনস নদীতে গিয়ে পড়ে।

গতকাল শুক্রবার রাতে জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর নিরাপত্তা ও জরুরি উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জ্যাকসনভিলের মেয়র লেনি কারি এক টুইটে বলেন, এটি মূলত বাণিজ্যিক উড়োজাহাজ। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকর্মীরা পানিতে উড়োজাহাজের জ্বালানি ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উড়োজাহাজটিতে ১৩৬ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, এ ঘটনায় কেউ নিহত হয়নি তবে দুজন সামান্য আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ