শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সিসিটিভি ফুটেজে দেখা মিললো শ্রীলঙ্কার হামলাকারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের তিন দিন পর বিধ্বস্ত পাঁচ তারা হোটেল সাংগ্রি লা থেকে উদ্ধার হলো হোটেলের সিসি টিভি ফুটেজ। সেখানে দেখা গেছে, দুই জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করছে। একটি সংবাদ সংস্থার কাছে পৌঁছনো এই ফুটেজটি শ্রীলঙ্কার একটি স্থানীয় টিভি চ্যানেলেও সম্প্রসারিত হয়।

উদ্ধার হওয়া ফুটেজে দেখা যায় নীল টুপি পরিহিত এবং পিঠব্যাগ নিয়ে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী হোটেলের এলিভেটরে প্রবেশ করছে। খুব দ্রুত আবার তারা এলিভেটর থেকে বেরিয়েও আসে।

ফুটেজে এরপর দেখা যায় তাদের মধ্যে একজন হোটেলের রেস্তোরাঁয় পিঠে ব্যাগ নিয়েই ঘোরাঘুরি করছে। সেই সময় রেস্তোরাঁয় যথেষ্ট লোকজন ছিল।

মঙ্গলবার আর একটি ফুটেজে দেখা যায়, একজন আত্মঘাতী জঙ্গি নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রবেশ করছে। তার কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণে গীর্জাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

যে আট জায়গায় বিস্ফোরণ হয়েছে সাংগ্রি লা হোটেল ও সেন্ট সেবাস্তিয়ান চার্চ তাদের মধ্যে অন্যতম। খুব কম সময়ের ব্যবধানে ছয়টি এবং পরবর্তী সময় আরও দু’টি বিস্ফোরণে নিহত হয়েছেন ৩৫৯ ব্যক্তি, আহতের সংখ্যা ৫০০। অভাবিত এই ভয়াবহ বিস্ফোরণে স্বজন হারিয়ে শ্রীলঙ্কা যেমন গভীর শোকাহত, তেমনি বিশ্বও এই হামলার নিন্দায় মুখর।

এখনও পর্যন্ত এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কার পুলিশ ৫৮ জনকে আটক করেছে। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের সঙ্গে জড়িত ন্যাশনাল তৌহিত জামাতের প্রধান মৌলবী জাহরান বিন হাশীম কলম্বোর সাংগ্রি লা হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। যদিও প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় মজুত করে রাখা বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকা।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ