শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মোদিকে এক হাত নিলেন মাওলানা বদরুদ্দিন আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন বলে মন্তব্য করেছেন আসামের এআইইউডিএফ নেতা ও দুইবারের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির আসাম প্রদেশের চিরাগের একটি সভায় মাওলানা আজমল বলেন, সব বিরোধী দল একজোট হয়ে মোদিকে দেশ থেকে বিতাড়িত করবেন। তারপর মোদি কোনো একটা জায়গায় গিয়ে চায়ের দোকান খুলবেন এবং পকোড়া বিক্রি করবেন।

উল্লেখ্য, প্রায় ১২ বছর আগে এআইইউডিএফ দল গঠন করেন আজমল। তিনি আসামের ধুবড়ির এমপি।

এর আগে শনিবার আসামের বঙ্গাইগাঁও-এ দলের প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ