শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত

'নুসরাত হত্যার মূল হোতা সিরাজসহ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মূল হোতা সিরাজ উদ দৌলাসহ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খেলাফতে ইসলামীর আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

সোমবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়ন দেশে মহামারীতে রূপ নিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও নারী ও শিশুরা খুন, ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু ঘাতকদের উপযুক্ত শাস্তি না হওয়ায় এ মহামারী থামছে না, বরং দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে সিরাজ উদ দৌলা নামক কুখ্যাত এক হায়েনার যৌন লালসার শিকার হয়েছে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। ঘাতকদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

তিনি আরও বলেন, আমরা এ দেশে আর কোনো নুসরাতের পরিণতি দেখতে চাই না। তাই ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার করে নুসরাতের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। যেসব শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে, তাদেরকে সেসব প্রতিষ্ঠান থেকে বহিস্কার করতে হবে।

আবুল হাসানাত আমিনী বলেন, সিরাজ উদ দৌলার অপরাধের কারণে গোটা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদরাসার শিক্ষক পরিচয়ে নয়, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। এ ঘটনার কারণে যারা মাদরাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ