শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


​রাস্তায়ই জুমার নামাজ পড়লেন নন-এমপিও শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচির চলাকালীন রাস্তায় জুমার নামাজ পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। এতে পল্টন থেকে কদম ফোয়ারা মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষকরা জানান, শুধু নামাজ নয় বাঁচি-মরি যাই হোক আমরা রাস্তা থেকে উঠবো না। আমাদের দাবি না মানা পর্যন্ত।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনেরর সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি। আজ আমরা রাস্তায় বসেই জুমার নামাজ পড়েছি, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের জন্য, দেশের জন্য ও দেশবাসীর জন্য নামাজ শেষে দোয়া করেছি।

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করতে চাইলে আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, তাকে আমরা আমাদের কথা জানাতে চাই। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে তারা মিছিল সহকারে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হলে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। সেখান থেকে ফিরে এসে প্রেসক্লাবের সামনের পুরো রাস্তা বন্ধ করে বসে পড়েন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ