শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রোহিঙ্গাদের জন্য আসা অর্থের ৭৫ ভাগ যাচ্ছে এনজিওগুলোর পেছনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা অর্থের ৭৫ ভাগ যাচ্ছে তাদের নিয়ে কাজ করা বিদেশি এনজিওগুলোর পেছনে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, গত ছয় মাসে ১৫৮ কোটি টাকা হোটেল ও ফ্ল্যাট ভাড়া দিয়েছে বিদেশি সংস্থাগুলো।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আপনারা জেনে অবাক হবেন, গত ৬ মাসে (সেপ্টেম্বর-ফেব্রুয়ারি) এনজিওগুলো হোটেল ভাড়া বিল দিয়েছে প্রায় দেড়’শ কোটি টাকা এবং ফ্ল্যাট ভাড়া বিল দিয়েছে ৮ কোটি টাকার উপরে।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা টাকার ৭৫ শতাংশই খরচ হচ্ছে যারা তাদের দেখভাল করছেন তাদের পেছনে।

তিনি বলেন, যাদের জন্য বিদেশ থেকে টাকা আনা হয় সেই রোহিঙ্গাদের জন্য টাকার ২৫ শতাংশও খরচ হয় না। আমরা গোয়েন্দা সংস্থাকে বলেছি, বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য। অনুসন্ধানে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ