শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে দেশে থাকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>

কাদিয়ানীরা মুসলমান নয়। তারা বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দিচ্ছে। মুসলিম নয় সংখ্যালঘু হিসেবে কাদিয়ানিরা দেশে থাকতে পারবে মর্মে ঘোষণা দিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী কর্তৃক আয়োজিত পঞ্চগড়ের আহমদনগরে জাতীয় ইজতেমার কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবীতে হাটহাজারী ডাক বাংলো চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

আজ (সোমবার) ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দীদার কাসেমীর সভাপতিত্বে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ হাটহাজারী শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আকিদায়ে খতমে নবুওয়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ৷ পবিত্র কুরআন শরীফের ৯৯ টি আয়াত এবং ২শত দশটি হাদীস দ্বারা আকিদায়ে খতমে নবুওয়াত প্রমাণিত ৷ যারা আকীদায়ে খতমে নবুয়ত মানে না তারা সন্দেহ ছাড়া কাফের।

তিনি বলেন, নামায, আজান-একামত, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি ইসলামী পরিভাষা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না ৷ মুসলামনদের সাথে কাদিয়ানিদের বিয়ে হবে না। কাদিয়ানী মারা গেলে তার জানাযা পড়া যাবে না এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এটাই মুসলমানেদের আকীদা। তাদের অবিলম্বে কাফের ঘোষণা করুন!

আল্লামা বাবুনগরী আরো বলেন, আমি সরকারের উদ্দেশ্যে বলবো, ৯০ভাগ মুসলমানের দেশে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা করতে পারে না। তারা অমুসলিম ও সংখ্যালঘু হিসেবে দেশে থাকতে আমাদের আপত্তি নেই।

তিনি আরো বলেন, পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ না হলে উলামায়ে হক্কানী ও তওহিদী জনতার পক্ষ থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। আগামি বুধবার ঢাকার বিক্ষোভ সমাবেশ সফল করবেন।

প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বাসস্টেশন হয়ে রাঙ্গামাটি রোড ও কাচারী রোড ঘুরে পুণরায় ডাকবাংলোতে এসে দুআর মাধ্যমে সমাপ্ত হয় ৷

মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, হাটহাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মুহাম্মাদ আহসান উল্লাহ ,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা এমরান সিকদার প্রমুখ৷

-এটি


সম্পর্কিত খবর