শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কবি আল মাহমুদ আইসিইউতে ‘অবস্থা আশংকাজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলার অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থা  আশংকাজনক হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালের (আইসিইউতে) রাখা হয়েছে।

শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে আনা হয়। অবস্থা আশংকজনক হওয়ায় বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

বর্তমান কবি আল মাহমুদের বয়স ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের রোগে আক্রান্ত।

১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ জুলাই তিতাস-এর পলি বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

সাহিত্যপ্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরুস্কারে ভূষিত হয়েছেন।

এর মধ্যে ফিলিপস সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার ও জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার অন্যতম এবং সাহিত্যে অবদানের জন্য সালে বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ