বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ধর্ম যার যার কিন্তু উৎসব সবার: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশে–বিদেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার; আমি সেটা মনে করি এবং মানি।’

রবিবার (১০ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে 'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদ' এর আয়োজনে সরস্বতী পূজা 'বাণী অর্চনা'র অনুষ্ঠানে প্রধান বিচারপতি একথা বলেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি প্রত্যেকবারই সরস্বতী পূজার অনুষ্ঠানে আসি। ভবিষ্যতেও আসবো। আশা করবো, এ অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হবে।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, শশাংক শেখর সরকার, বিচারপতি মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, পি সি গুহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

কেপি


সম্পর্কিত খবর