শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘কোরআন থেকে ইলেমের চর্চা বাদ দেওয়ায় অনেক পেছনে পড়ে গেছি আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরআন থেকে ইলেমের চর্চা বাদ দেওয়ায় আমরা অনেক পেছনে পড়ে গেছি বলে মন্তব্য করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের সেরা ৬ ক্কারিকে নিয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত ১৯তম ক্বিরাত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ক্বিরাত সম্মেলন চলে বাদ আসর থেকে রাত ১১টা নাগাদ।

সুফি মিজান বলেন, ‘আল্লাহ কোরআনে বলেছেন, যারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, তারা জালেম ছাড়া আর কিছু নয়। জীবনকে সুন্দর করতে হলে কোরআনকে হ্নদয়ে ধারণ করতে হবে।’

নবী-অলিদের জীবনীর ইলেম অর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নবীজির শ্রেষ্ঠত্বের অধিকারী হলো নবীজির উম্মতগণ। আমাদের জানতে হবে, শিখতে হবে।’

অনুষ্ঠানে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি বাংলাদেশের শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তুরস্কের ইয়াশার চৌহাদার, ফিলিপাইনের নোমান পিম বায়াবায়া, মিসরের শায়খ ইয়াসির মাহমুদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান, ইরানের হামিদ শাকেরনেজাদ।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ