শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তানে মন্দির ভাঙচুর, দ্রুত ব্যবস্থার নির্দেশ ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। দুবৃত্তরা হিন্দুদের পবিত্র গ্রন্থ এবং মূর্তি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা জানাজানি হতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুবৃত্তদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নিউজ এইটিনের খবরে প্রকাশ, গত সপ্তাহে সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার কুম্ব শহরের ওই মন্দিরে ভাঙচুর চালিয়ে দুবৃত্তরা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটারে প্রাদেশিক সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন ইমরান।

এদিকে, মন্দিরে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন স্থানীয় হিন্দুরা। থানায় অজ্ঞাত পরিচয় দুবৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মন্দিরটিতে কোনও তত্ত্বাবধায়ক রাখা হতো না। কারণ স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরটি সুরক্ষিত। কিন্তু ভাঙচুরের ঘটনার পর পাকিস্তান হিন্দু কাউন্সিলের উপদেষ্টা রাজেশকুমার হরদাসানি হিন্দু মন্দিরগুলোর নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ