শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রাজধানীতে দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ভাটারা ও মৌচাকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাত ও সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ভাটারা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে গেলে দুইজন নিহত হন।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কোকা-কোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন চা দোকানদার শাহীন (৪২) ও ওই এলাকার একটি ভবনের নৈশপ্রহরী কবির হোসেন (৪৫)। শাহীনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় এবং কবিরের বাড়ি বাগেরহাট জেলায়।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

আজ ভোরে এক ব্যক্তি ওই নারীকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ