বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আফতাবনগর মাদরাসায় ফেরাকে বাতেলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৭ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্রিস্টান মিশনারীদের অপতৎপরতা ও আমাদের করণীয় বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসায়।

আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষক হিসেবে থাকবেন, মাওলানা হেমায়েত উদ্দীন, মাওলানা যাইনুল আবেদীন, মুফতি আবদুল মাজীদ, মাওলানা বশীরুল্লাহ কাসেমী, মুফতী যোবায়ের আহমাদ, মাওলানা মহিউদ্দীন ফারুকী, মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা নাজমুল হাসানসহ আরো অনেকে।

জানা যায়, তারা রদ্দে কাদিয়ানিয়্যাত (মির্জার বক্তব্য অনুযায়ী, তার নবি ও ইমাম মাহদি হওয়ার অযোগ্যতা প্রমাণ),  রদ্দে কাদিয়ানিয়্যাত (প্রতিশ্রুত মাসীহ বনাম মির্জা কাদিয়ানি),  রদ্দে ঈসাইয়্যাত (খ্রিস্টান মিশনারীদের অপতৎপরতা ও আমাদের করণীয়)।

দাওয়াহ ইলাল্লাহর প্রয়োজনীয়তা ও দায়ির সফলতা, লা মাযহাবিয়্যাত প্রতিরোধে আমাদের কৌশল, রদ্দে কাদিয়ানিয়্যাত(কাদিয়ানীদের অপতৎপরতা ও আমাদের করণীয়) এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে অনুরোধ করেছেন কর্মশালা কর্তৃপক্ষ। যোগাযোগ-০১৮৪২
৪০২২৪৪।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ