বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


শপথ নিলে পাবলিক তাদেরকে টুকরো টুকরো করতে পারে: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ডাকাতিতে আওয়ামী লীগ ও এ দলের নেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

এ সময় গণফোরামের দুই প্রার্থীর শপথ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা শপথ নিতে চাচ্ছেন, পাবলিক তাদের রাস্তায় ধরে টুকরো টুকরো করে ফেলতে পারে।’

আজ শনিবার মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আওয়ামী লীগ আর কোনোদিন মানুষের ভোটে নির্বাচিত হতে পারবে না। তারা হয়তো ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত হতে পারে।’

তার দল এই নির্বাচন কমিশন (ইসি) ও দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান শ্রমিক জনতা লীগের সভাপতি।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি নেবেন না এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর এত মাথাব্যথা কেন। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর