শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘ডিএনসিসির মেয়র পদে ভোটের সিদ্ধান্ত বিকালে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নতুন নিয়োগ পাওয়া ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

নতুন নিয়োগ পাওয়া ও পদোন্নতিপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে কেএম নূরুল হুদা বলেন, ‘নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, ‘সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে, সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।’

এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ