শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

এরশাদকে রওশনের চ্যালেঞ্জ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের নেতৃত্বকে চ্যালেঞ্চ করে সংসদ সচিবালয়ে চিঠি দিচ্ছে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সদ্যবিদায়ী বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বেশ কিছুদিন যাবতই বিবৃতি দিয়ে এরশাদের বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়টি নিয়ে এরশাদ-রওশন দম্পতির মাঝে গৃহবিবাদ চরমে ওঠে বলে জানা যায়।

গেলো দশম জাতীয় সংসদে বেগম রওশন এরশাদ দাপটের সঙ্গে বিরোধী দলীয় নেতার আসন ধরে রাখলেও একাদশ জাতীয় সংসদে পদটি রওশন এরশাদের হাতছাড়া হয়ে যায়। কৌশলী হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনের পরপরই স্পিকার বরাবর চিঠি দিয়ে নিজেকে বিরোধী দলীয় নেতা এবং সহোদর জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় উপনেতার স্বীকৃতি দেয়ার চিঠি দেয়।

আর এ চিঠি দেয়ার মধ্য দিয়েই এরশাদ এবং রওশন এরশাদের বিরোধ চরম আকার ধারণ করে।

একাধিক সূত্র জানায়, শুক্রবার বেগম রওশন এরশাদের সঙ্গে বেশ কয়েকজন সংসদ সদস্য বৈঠক করেন। বৈঠকে ঐ সংসদ সদস্যরা বলেন, জাতীয় পার্টির সংসদীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনভাবেই বিরোধী দলীয় নেতা এবং উপনেতার পদ এককভাবে দলীয় চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না।

তাদের মতে, এ ধরনের একক সিদ্ধান্ত সংসদীয় রীতি-নীতির পরিপন্থী। সভায় সিদ্ধান্ত হয় এরশাদের এমন একক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্পিকার বরাবরে চিঠি দেয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য জানান, গত সরকারে ঠাঁই পাওয়া ৩ মন্ত্রীর মধ্যে দুজন সম্মানজনক কোন পদ না পাওয়ায় পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে তারা বেশ প্রভাব বিস্তার করছে।

আর এর সঙ্গে পুরাতন ঢাকা থেকে নির্বাচিত এক সংসদ সদস্য এরশাদ বিরোধী অবস্থান নিয়ে রওশন এরশাদকে উস্কে দিচ্ছেন।

সূত্রটি জানায়, ঐ সংসদ সদস্য বিরোধী দলীয় উপনেতার ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পদ না পেয়ে জাপা ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এদিকে, পর্দার অন্তরালে থাকা বেগম রওশন এরশাদ হঠাৎ করেই জাপার রাজনীতিতে সরব হচ্ছেন।

গুঞ্জন রয়েছে যে কোন সময় জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক আহ্বান করতে পারেন রওশন এরশাদ। আর বৈঠককে সফল করতে প্রভাবশালী বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য নেপথ্যে কাজ করছেন বলে জানা গেছে।

এদিকে, বেগম রওশন এরশাদের এমন পরিকল্পনা আঁচ করতে পেরে এ সপ্তাহেই এরশাদ জাতীয় পার্টির জরুরী প্রেসিডিয়াম সভা আহ্বান করতে পারেন।

আর ঐ সভাতেই বেগম রওশন এরশাদের কূট পরিকল্পনার বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে জাপার অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ জানান, পার্টিতে অনেক কিছুই হতে পারে। অপেক্ষা করুন। নতুন চমক থাকতেও পারে।

তবে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি নিয়ে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। পদ না পেয়ে অনেকেই আবোল-তাবোল বকছেন। তিনি বলেন, পার্টি চেয়ারম্যানের সিদ্ধান্তেই জাপা পরিচালিত হবে। অন্য কোন নেতৃত্ব এরশাদ জীবিত থাকাবস্থায় প্রতিষ্ঠিত হবে না। রাঙ্গা বলেন, এবার সংসদে জাপা প্রকৃত বিরোধী দল হিসেবেই ভূমিকা রাখবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ