বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সক্ষম: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে জানি। বরং অনেক ক্ষেত্রেই নির্বাচনী ইশতেহারের চেয়ে অনেকটা বেশি পূরণ করেছি। যা এদেশের জনগণ আগে পরে দেখেছে। আমরা সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতেই কাজ করছি।

আজ বুধবার বিকেলে চাঁদপুর হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামাত জোট আগুন সন্ত্রাসীদের আর এদেশের লোক ক্ষমতায় দেখতে চায় না।

এখন নির্বাচন এসেছে তাই ওই মিথ্যাচারী দল বিএনপি নানান উসকানিতে নির্বাচন বানচালের চেষ্টা করবে। তাই আপনারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হতে দিতে ধৈর্য ধরুন।

শেখ হাসিনা আরো বলেন, আমরা নদীর নব্যতা বৃদ্ধি করেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে কাজ করছি। জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে চাচ্ছি। আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করবো যেখানে আর কখনোই বিদেশিদের কাছে হাত পাততে হবে না। সবাই হবে স্বনির্ভর।

তিনি চাঁদপুরের ৫টি আসনের প্রার্থীদের এক এক করে পরিচয় করিয়ে দিয়ে বলেন, চাঁদপুরে এই জনসভায় আজকে এতো লোকের জনসমাগম দেখে মনে হচ্ছে যেন চাঁদপুরে চাঁদের হাট বসেছে। আগামী ৩০ ডিসেম্বর এই বিজয়ের মাসে পুনরায় নৌকাকে ভোট দিয়ে নৌকার বিজয় উল্লাস করার আহ্বান জানাই।

জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- চাঁদপুর-১ আসনে নৌকার প্রার্থী সাবেক সরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর-৩ আসনের নৌকার প্রার্থী ডা. দীপু মনি।

চাঁদপুর-৫ আসনের নৌকার প্রার্থী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর-৪ আসনে নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী নুরুল আমিন রুহুল সহ জেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেত্রীকে বলেন, আমরা আপনাকে চাঁদপুরের ৫টি আসনই উপহার দেবো। এ সময় মাঠে ভিডিও কনফারেন্সে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। হাসানআলী উচ্চ বিদ্যালয়ের মাঠটি ছিলো কানায় কানায় পরিপূর্ণ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ