শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন অনেকে: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বামীরা স্ত্রীর নামে সম্পদ লিখিয়ে বা দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুদক সদর দফতরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরো বলেন, বিদ্যমান সিস্টেমের কারণেও অনেকে দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের আমলনামা সংগ্রহ করা হচ্ছে।

স্বামীর চেয়ে স্ত্রীরা বেশি সম্পদশালী প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, সত্যি বলতে কি নারীর কারণে অনেক মামলা আটকে আছে। স্বামীরা স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না। তাদের কাছে সম্পদের বিষয় জানতে চাইলে অধিকাংশ স্ত্রীই বলছেন তারা কিছুই জানেন না। এভাবে চলতে থাকলে ন্যায় বিচার অসম্ভব হয়ে পড়বে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ