শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


উত্তরখানে আগুনে পুড়লো ১টি ঘর ও দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তরখানে আটিপাড়া বাজারে বুধবার দিবাগত রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম বলেন, আনুমানিক রাত ৩টার দিকে আগুন লাগে। প্রায় ২ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে।

এ ঘটনায় আগুনে কিছু টিনের ঘর ও একটি আসবারের দোকান পুড়েছে বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা সময় মতো আসতে পারায় আগুন খুব একটা ছড়াতে পারেনি। তাই আশপাশের অনেক দোকান ও ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

তবে এখনো আগুন লাগার কারন এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত।

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ বাড়ি, ৪ দোকান ভস্মীভূত

এএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ